ব্রেকিং নিউজ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট, খুলনা জেলার প্রতিনিধি সভা অনুষ্ঠিত সাঁথিয়ায় সাঁতার প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্টিত কোনো শিক্ষার্থীই পাস করেনি ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাইকগাছায় সাবেক ইউপি সদস্যের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরের সুধী সমাজ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হাজীগঞ্জে বিয়ের ৪ মাসের সন্তান প্রসব নববধূ
×

ইমরান রানা , চট্টগ্রাম
প্রকাশ : ৬/৪/২০২৪, ২:০৩:০৭ PM

পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র এসেছে কেএনএফের হাতে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র এসেছে কেএনএফের হাতে। পাহাড়ে কেএনএফের বিরুদ্ধে অভিযান চলছে বলেও জানান মন্ত্রী। শনিবার (৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজী পুকুরপাড়স্থ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র এসেছে কেএনএফের হাতে। পাহাড়ে কেএনএফের বিরুদ্ধে অভিযান চলছে বলেও জানান মন্ত্রী। শনিবার (৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজী পুকুরপাড়স্থ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট। যতোদিন তারেক জিয়া থাকবেন ততোদিন দলটির কোনো সম্ভাবনা নেই বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিএনপির ভারতীয় পণ্য বয়কটের ডাকে জনগণ সাড়া দেয়নি উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, জনগণ তো দূরের কথা, বিএনপির নেতা-কর্মীরাও ভারতীয় পণ্য বয়কটের ডাকে সাড়া দেয়নি।

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এম ভি আব্দুল্লাহর নাবিকদের উদ্ধারে আলোচনার পাশাপাশি নানামুখী চাপ তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। শিগগিরই জিম্মি নাবিকসহ জাহাজটি অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা হবে বলেও আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।